করোনায় আক্রান্ত হলেন কারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

কারা মহাপরিদর্শক মোমিনুর

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কারা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিদর্শক- আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। সোমবার বিকালে তিনি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২৩ সেপ্টেম্বর ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনকে কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে ৮ অক্টোবর তিনি দায়িত্ব বুঝে নেন। তিনি (মোমিনুর রহমান) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার স্থলাভিষিক্ত হন। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কারা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিদর্শক বলেন, নতুন দায়িত্ব নেয়ার পর দুই দিন অফিস করেছি। শরীরটা একটু খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করিয়েছিলাম। সোমবার সকালে করোনা পজেটিভ আসে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে