নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিকরা। বুধবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় মিলিনিয়াম স্পিনিং এন্ড নিটিং নামের একটি গার্মেন্ট প্রতিষ্ঠানে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। পরে কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়।
পুলিশ ও বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, মিলিনিয়াম স্পিনিং এন্ড নিটিং গার্মেন্ট কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত দু’মাসের বকেয়া বেতন পরিশোধ না বিনা নোটিশে গার্মেন্টের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়। ঈদের ছুটি শেষে আজ (২৯ আগস্ট) সকালে সকল শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় আসলে মুল ফটকে তালা ঝুলতে দেখতে পায়। এসময় শ্রমিকরা কারখানার নিরাপত্তাকর্মীতের সঙ্গে কথা বলে জানতে পারেন গার্মেন্ট অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। বিষয়টি জানতে পেরে উপস্থিত শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবী জানিয়ে কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।
গার্মেন্ট শ্রমিক সালমা, আক্তার ও মনি জানান, তাদের দুই মাসের বেতন বকেয়া রেখেই বিনা নোর্টিসে কারখানা বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল বের করলে শিল্প পুলিশ তাদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার কথা বললে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।
মিলিনিয়াম স্পিনিং এন্ড নিটিং গার্মেন্টের ব্যবস্থাপক তানভির আহম্মেদ জানান, গার্মেন্ট কারখানাটি লোকসান দিয়ে চালানো সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়ে বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, যতদ্রুত সম্ভব শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।