করোনা মহামারীতে পর্যুদস্ত ইউরোপে জার্মানি তাদের আশপাশের দেশগুলোতে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
ইউরোপের দেশগুলোতে কোভিড ১৯-এর প্রকোপ সম্প্রতি আশঙ্কাজনকভাবে বেড়েছে।
অতিসংক্রামক রোগটিতে জার্মানির অবস্থাও নাজেহাল। দেশটিতে রেকর্ড ভাইরাস সংক্রমণের মধ্যে খোদ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ভাইরাস আক্রান্ত হয়ে আছেন নিবিড় পরিচর্যাকেন্দ্রে। স্পেনে বহু অঞ্চলেই কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
জার্মানি কর্তৃপক্ষ বুধবার প্রথমবারের মতো একদিনে রেকর্ড ১০ হাজারেরও বেশি রোগী শনাক্তের তথ্য জানিয়েছে।
এ পরিস্থিতিতেই বৃহস্পতিবার সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া ও ইতালির রোমসহ বেশ কয়েকটি স্থানে ভ্রমণ সতর্কতা জারি করেছে বার্লিন।
করোনা মহামারীর প্রথম ধাপ সামাল দিয়ে জার্মানি বিশ্বে বহুদেশের কাছে মডেল হয়ে উঠেছিল।
কিন্তু এবার মহামারীর দ্বিতীয় ঢেউ দেশটি একইভাবে সামলাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জার্মানির সংক্রামক রোগবিষয়ক সংস্থা রবার্ট কখ ইন্সটিটিউটের প্রধান লোথার উইয়েলার বলেছেন, সামগ্রিক পরিস্থিতি খুবই মারাত্মক হয়ে উঠেছে। তবে তার পরও ভাইরাস সংক্রমণের গতি কমিয়ে আনার সুযোগ এখনও আমাদের হাতে আছে।
সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশগুলোতে নতুন কড়াকড়ির পদক্ষেপ নেয়া হচ্ছে।