টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবার অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। আগামী বছরের শুরু থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে।
বিটিআরসি থেকে জানানো হয়, নতুন এ প্রযুক্তি চালু হলে গ্রাহকের হাতে থাকা এসব হ্যান্ডসেটে কোনো অপারেটরের সিম-ই চলবে না। বৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার দরপত্র প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট ১১ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৭৬৩টি আইএমইআই নম্বর ডেটাবেজে যুক্ত করা হয়েছে।
মোবাইল ফোন আমদানিকারক, অপারেটর ও দেশে হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে এ ডেটাবেজ তৈরি করা হয়েছে। বর্তমানে ‘কেওয়াইডি’ লিখে স্পেস দিয়ে হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা হ্যান্ডসেট কেনার আগে সেটি আসল কি না, যাচাই করে নিতে পারছেন।