মোহাম্মদপুরের জহুরি মহল্লার বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরি মহল্লার পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়ভাবে বস্তিটি ৪০ এর বস্তি হিসেবে পরিচিত। বস্তিটিতে শতাধিক ঘর রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

universel cardiac hospital

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান মত ও পথকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল চারটা ১৫ মিনিটে তারা আগুনের বিষয়টি জানতে পেরেছেন। আগুন নিয়ন্ত্রণে এরইমধ্যে ঘটনাস্থলে ১০টি ইউনিট পাঠানো হয়েছে।

এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে শতাধিক ঘর ও দোকান পুড়ে যায়। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বাবুল মিয়া জানান, গুলশান নিকেতনের পশ্চিম পাশের ওই এলাকাতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে