মত ও পথ
কিছু কথা বলার ছিল-১. আমার প্রতি মানুষের ভালোবাসা, আগ্রহ। ২. আমার প্রতি মানুষের অতি, অতি, অতি ভালোবাসা, আগ্রহ। এই ২টা অপশন ছাড়া কিছুই আসেনা আমার এই ছোট্ট মাথায়। আর সত্যি বলতে, ক্যারিয়ারের এতো অল্প সময়ে, আমি যা দেখেছি, যা দেখছি আলহামদুলিল্লাহ্…। এতো মানুষ প্রতিদিন তাদের নিজেদের মূল্যবান সময় থেকে, বিশেষ করে আমার ফেসবুকের পোস্টগুলোতে লাইক, কমেন্টস করেন, মেসেঞ্জারে আমার সবসময় খোঁজখবর রাখেন, আমাকে নিয়ে এতো আগ্রহ, এটা ভালোবাসা ছাড়া আর কি?
কেউ কেউ হয়তো ভাবছেন, মানুষকে নিয়ে এতো ভাবার কী আছে.. হ্যাঁ ভাবার আছে কারণ কাজটা তো মানুষেরই জন্য।
সবচেয়ে বেশি অবাক হয়েছি আমার ফেসবুকে দেওয়া ছবি ভাইরাল হওয়া দেখে, প্রথমে ভয় পেয়েছিলাম ভীষণ, তারপর চিন্তা করলাম, আমি সত্যি ভাগ্যবতী, যখন ক্যারিয়ার শুরু করলাম মাত্র, তখন আমাকে নিয়ে মানুষের এতো আগ্রহ, ভালোবাসা দেখে। যে দুটো গালিও দিয়েছে সেটা ভালবেসেই দিয়েছে…
ক্যারিয়ারে স্ট্রাগল কি তা আসলেই জানি না, এতো কিছু বুঝিও না তবে মনে হয়, আল্লাহ্ আমাকে অনেক পছন্দ করেন। যে জন্য এতো অল্প সময়ে মানুষের এতো ভালোবাসা পেয়েছি।
আশা করি, আমার কাজ মানুষকে আমার প্রতি আরও টেনে আনবে, ভালোবাসতে বাধ্য করবে। দোয়া চাই সবার কাছে আমি সানাই যেন সত্যি সানাইয়ের মত বাজতে পারি…