শেয়ারবাজার: প্রথম ঘণ্টায় সূচকের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রথম ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে।

সূচক ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে ভালো অবস্থানে রয়েছে লেনদেনের গতি। প্রথম ঘণ্টায় ডিএসইতে তিনশ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।

এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বৃদ্ধির তালিকা বড় হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ২০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৭ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৭টির। আর ১০৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৯৬ লাখ টাকা।

আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

শেয়ার করুন