একটি চিত্রকর্ম বিক্রি করেই প্রায় ৮২৭ কোটি টাকার মালিক হয়ে গেলেন হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। চিত্রকর্মটি তৈরি করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল। নাম ‘টাওর অব দ্য কুতুবিয়া মস্ক’।
মূল্যবান এই চিত্রকর্মটি এতদিন জোলির মালিকানায় ছিল। সেটি তিনি সম্প্রতি লন্ডনের এক নিলামে বিক্রি করে দিয়েছেন ৭০ লাখ পাউন্ডে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮২৬ কোটি ৭০ লাখ টাকার মতো।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্যার উইনস্টন চার্চিলের চিত্রকর্মটির বিক্রয়মূল্য নিলামে ওঠার আগে থেকেই প্রায় চারগুণ বেশি ছিল। চার্চিলের আগের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল ১৮ লাখ পাউন্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই চিত্রকর্মটি অজ্ঞাত এক ব্যক্তি কিনে নেন।
এরপর ১৯৪৩ সালে ক্যাসাব্লাঙ্কা সম্মেলনের পর মরোক্কান শহর থেকে অনুপ্রাণিত হয়ে ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ নামে এই তেল চিত্রকর্মটি সম্পন্ন করেন স্যার উইনস্টন চার্চিল। এটির শেষ কপি তিনি সহকর্মী ও মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে দিয়েছিলেন। পরবর্তীতে ২০১১ সালে কপিটি সংগ্রহ করেন জোলি।