ইথিওপিয়ার সীমান্তে সংঘর্ষ, নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক

ইথিওপিয়ার সীমান্তে সংঘর্ষ
ইথিওপিয়ার সীমান্তে সংঘর্ষ। ছবি : ইন্টারনেট

কয়েক দিন ধরে ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে চলা সংঘর্ষে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। দেশটির সোমালি ও আফতার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষোর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবারে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।

বলা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার যখন টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তখনি সহিংসতা তীব্র আকার ধারণ করছে।

দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে ঘটা সর্বশেষ এ সহিংসতা দেখা গেল।

ইথিওপিয়ার ভঙ্গুর ঐক্য, পুনরুত্থিত আঞ্চলিক এবং জাতিগত ভিত্তিক দলগুলির সামনে আসন্ন নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে গন্য করা হচ্ছে।

শেয়ার করুন