ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় হেফাজতে ইসলামের আরও পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সহিংস ঘটনার প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী হেফাজতের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে।
এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৩৯২ জন।