আরও ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

আরও চার ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। প্রতিষ্ঠান ৪টি হলো- ই-অরেঞ্জ, কিউকম ডটকম, দালাল প্লাস ও বাজাজ কালেকশন।

ব্যাংকগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চিঠিতে বলা হয়েছে, ‘চার ই-কমার্স প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো হিসাব বর্তমানে বা ইতোপূর্বে পরিচালিত হলে তা জানাতে হবে। পাশাপাশি হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও পাঠাতে হবে।

মঙ্গলবার (২৯ জুন) ৭টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ। প্রতিষ্ঠান ৭টি হলো- আলেশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডটকম।

এর আগে গণমাধ্যমে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ১০টি ই-কমার্সের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করেছে বেশ কয়েকটি ব্যাংক। একই সময়ে আর্থিক প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি ব্যাংক এসব প্রতিষ্ঠানের সাথে লেনদেন বিষয়ে সতর্ক করেছে।

এদিকে গতকাল বুধবার (৩০ জুন) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস অপারেটরের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়েছে, ই-কমার্স প্রতিষ্ঠান পণ্য সরবরাহের পর দাম পাবে।

শেয়ার করুন