বাবুনগরীর বাবুগিরি

আলমগীর চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী। ফাইল ছবি

খারেজী ধর্মীয় গোষ্ঠির সংগঠন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা হাটহাজারির আহমদ শফি-এর হত্যাকাণ্ডের মূল আসামি ও চার্জশিটভুক্ত জুনায়েদ বাবুনগরী ৫ জুলাই রাতে বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন। তারা প্রায় ৯০ মিনিট গুফতুগু-বাতচিৎ- করেছেন। সত্যিই বাবুনগরী একজন বাবু বটে। দেখিয়ে দিল তার বাবুগিরি। অপেক্ষায় আছি কবে এই বাবু বিচারকদের সাথে দেখা করে! এরা সবই পারে। বাংলাদেশের স্বাধীনতা না মেনেও স্বাধীন দেশের সবটুকু রংরস, সুযোগ-সুবিধা ভোগ করছে।

আমরা আমজনতা দুর্বল নতজানু লোকদের দ্বারা শাসিত, অচিরেই দেখতে পাব যে এই খারেজী ধর্মীয় গোষ্ঠি আবার জ্বালাও-পোড়াও আর ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। আমরা বসে বসে দেখব শুধু। পোড়খাওয়া রাজনীতিক শেখ সেলিমের হুঁশিয়ারি বাতাসেই উড়ে যাবে।

শেয়ার করুন