জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে-বাংলাদেশ
সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তার না থাকা নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই। সেটিই হলো শেষ অবধি।

হারের স্পোর্টস ক্লাবে বুধবার টসে হাসিমুখ মুমিনুল হকের। জিতে অবশ্য শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে ভুল করলেন না বাংলাদেশ অধিনায়ক। টেস্টে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন টেলর।

তবে এ প্রতিবেদন লেখার সময় ৯.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৩ রান। অথচ উইকেট হারিয়েছে ২টি। সাদমানের সঙ্গে এখন হাল ধরেছেন অধিনায়ক মুমিনুল হক।

আগেই ইঙ্গিত ছিল টেস্ট ম্যাচটি মিস করবেন তামিম ইকবাল। হাঁটুর চোটে ভোগা ওপেনারকে ছাড়াই গড়তে হয়েছে বাংলাদেশের একাদশ। তার জায়গায় একাদশে সাদমান ইসলাম। তবে মুশফিক ঠিকই আছেন দলে। ১৬ মাস পর টেস্ট দলে ফিরেই মাহমুদউল্লাহও নিজেকে মেলে ধরার সুযোগ পেলেন।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, রয় কাইয়া, ব্রেন্ডন টেলর, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।

শেয়ার করুন