ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের নাগরিকত্ব নিয়ে রাজ্যসভায় হট্টগোল

আন্তর্জাতিক ডেস্ক

নিশীথ প্রামাণিক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে রাজ্যসভায় হট্টগোল হয়েছে। নিশীথ বাংলাদেশের নাগরিক বলে যে অভিযোগ উঠেছে তা সত্যি কি না সোমবার (১৯ জুলাই) রাজ্যসভায় জানতে চান তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়। তাতে সুর মেলায় কংগ্রেসও। ঘটনার তদন্ত দাবি করে কংগ্রেস। বিরোধীদের অভিযোগ নিয়ে সরকারপক্ষ আপত্তি তুললে সভায় হট্টগোল শুরু হয়।

সম্প্রতি নিশীথ প্রামাণিকসহ পশ্চিমবঙ্গ থেকে চার এমপি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন। ৩৫ বছর বয়সী নিশীথ কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে তিনি লোকসভার সদস্য নির্বাচিত হন। নিশীথ প্রামাণিক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক শুরু হয়।

গত সপ্তাহে নিশীথের নাগরিকত্ব নিয়ে তদন্তের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন অসম প্রদেশের কংগ্রেস সভাপতি রিপুন বোরা। চিঠিতে রাজ্যসভা সাংসদ রিপুন বোরা লিখেছেন, প্রতিমন্ত্রী নিশীথের বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুরে। রিপুন অভিযোগ করেন, জাল নথি দেখিয়ে নিশীথ নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করছেন।

রিপুনের ওই অভিযোগের পরে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেন নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

বিষয়টি নিয়ে কিছুটা সময় চুপ থাকার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখা গতকাল বলেছে, নাগরিকত্ব নিয়ে গন্ডগোল থাকুক বা না থাকুক, নিশীথ প্রামাণিক একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সেই সূত্রে তিনি সাংসদ হতে পারেন, হতে পারেন মন্ত্রীও। এছাড়া যাকে ঘিরে এই বিতর্ক, সেই নিশীথ এখন পর্যন্ত মুখ খোলেননি।

নিশীথের নাগরিকত্বের বিষয়টি নিয়ে সোমবার রাজ্যসভায় জানতে চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, তথ্যপ্রমাণ থেকে এটা স্পষ্ট যে কোচবিহারের বিজেপি সাংসদ বাংলাদেশের নাগরিক। তাহলে তিনি কীভাবে কেন্দ্রীয় মন্ত্রী হলেন? তাকে সমর্থন জানায় কংগ্রেসও। তখন সরকার পক্ষের পক্ষ থেকে বিরোধিতা করলে সভায় হট্টগোল শুরু হয়।

বিরোধীদের অভিযোগকে মিথ্যা বলে দাবি করে বিজেপি। বিজেপির দাবি, নিশীথ ভারতের নাগরিক। রাজ্যসভায় বিজেপি নেতা কেন্দ্রীয়মন্ত্রী পীযূষ গয়াল বলেন, নিশীথের নাগরিকত্ব নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

পরে সাংবাদিক বৈঠকে রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, নিশীথ বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগ নিয়ে সরকারের ওপর চাপ বাড়াবেন তারা।

শেয়ার করুন