কয়েক ঘণ্টার নাটকের পর অবশেষে জানা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরছেন তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। জুভেন্তাস থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে টেনেছে তারা। ইতালিতে তিন বছর কাটিয়ে আবারও ইংল্যান্ডে ফিরছেন রোনালদো।
২০১৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন তিনি। জিতেছেন ইতালিয়ান সিরি আর শিরোপাও। এই ক্লাব ছেড়ে আসলেও সবসময় নিজের হৃদয়ে থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছেন রোনালদো।
তিনি লিখেছেন, ‘আমি সবসময় তোমাদের একজন হয়ে থাকব। তোমরা আমার ইতিহাসের অংশ, আমি যেটা অনুভব করি তোমরা আমার একজন। ইতালি, জুভেন্তাস, তুরিন, টিফোসি বিয়ানকোরি সবসময় আমার হৃদয়ে থাকবে।’
জুভেন্তাসকে বিদায় জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আজ আমি একটি দারুণ ক্লাব থেকে বিদায় নিয়েছি। ইতালি এবং অবশ্যই পুরো ইউরোপের অন্যতম বড় ক্লাব এটি। আমি জুভেন্তাসের জন্য আমার হৃদয় দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত সবসময় তুরিন শহরকে ভালবাসবো।’
তিনি আরও লিখেছেন, ‘জুভেন্তাসের সমর্থকরা আমাকে সবসময় সম্মান করত এবং আমি প্রতিটি খেলা ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়াই করে সেই সম্মানকে ধন্যবাদ জানানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমরা সবাই ফিরে তাকালে বুঝতে পারি যে আমরা দুর্দান্ত জিনিসগুলো অর্জন করেছি। যা আমরা চেয়েছিলাম সব হয়তো হয়নি, তবুও আমরা একসঙ্গে একটি খুব সুন্দর গল্প লিখেছি।’