কী আছে চাঁদের ওপারে?

মত ও পথ

যে পৃথিবীতে আমাদের বাস তার একমাত্র উপগ্রহ হলো চাঁদ, চাঁদের সৃষ্টি হয়েছিল প্রবল কিছু ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে। যার ফলে আজ আমরা আকাশে তাকিয়ে দেখতে পাই সুন্দর চাঁদ।

তবে আপনি জানেন কি?
পৃথিবী থেকে সব সময় আপনি চাঁদের কেবলি একটি  পৃষ্ঠই দেখে এসেছেন? চাঁদ কিন্ত সব সময় একটি পৃষ্ঠই পৃথিবীর দিকে দিয়ে আবর্তন করে থাকে। আবর্তন পৃষ্ঠই আমরা সব সময় দেখে থাকি। ‍কিন্ত অপর পৃষ্ঠ দেখতেই বা কেমন? ১৯৫৯ সালের আগে কেউ দেখেনি চাদের ওপারটা কেমন। অবশেষে সোভিয়েত লুনা ৩ স্পেস প্রোব পাঠায় ওপারের এ ছবি।

universel cardiac hospital

১৯৬৮ সালে অ্যাপোলো ৮ এর নভোচারীরা প্রথম স্বচক্ষে দেখেন চাঁদের ’ডার্ক সাইড’ অবশ্য চাঁদের দুই পাশই সূর্যের আলো পেয়ে থাকে, এরপর আবার দু’সপ্তাহের আধার ডার্ক বা ফার সাইড অব দ্য মুনের এ ছবিটি তোলা হয়েছে অ্যাপোলো ১৬ থেকে ওপাশটা একদমই ক্ষতবিক্ষত, এমনকি সৌরজগতের বুহত্তম খাদগুলোর একটি ওখানেই অবস্থিত। এখনও কেউ পা রাখেনি ওপিঠে, তাই এ নিয়ে রয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব আর জল্পনা কল্পনা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে