মত পাল্টালেন ট্রাম্প

মত ও পথ

অবৈধ অভিবাসনের অভিযোগে আটক বাবা-মায়েদের তাদের সন্তানদের কাছ থেকে আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনগণের চাপের মুখে মত পাল্টালেন তিনি।

universel cardiac hospital

বুধবার এক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, পরিবারগুলোকে একসঙ্গেই রাখা হবে। ট্রাম্প বলছেন, অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া বাবা-মায়েদের তাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করার দৃশ্য তার ওপর প্রভাব ফেলছে। কিন্তু ওই নীতির কারণে ইতোমধ্যে যেসব পরিবার বিচ্ছিন্ন হয়েছে তাদের কী হবে নতুন নির্বাহী আদেশে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা বলছেন, ৫ মে থেকে ৯ জুনের মধ্যে ২৩৪২ শিশুকে ২২০৬ জন বাবা-মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে