সে এক স্বর্নালি যু্গের কথা। অস্কার এসেছিল বাঙালির ঘরে। কিন্তু ডলবি থিয়েটারে আজও বঙ্গবাসীর ধরা ছোঁয়ার বাইরে। সেবার শারিরীক অসুস্থার জন্য অস্কারের মঞ্চে হাজির ছিলেন না কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। তারপর কেটে গিয়েছে অনেক গুলি বছর। আজ বাঙালির কাছে স্বপ্ন সোনালি পুতুল। তবে এবার কলকাতার ভাগ্যে শিঁকে ছিড়তে চলেছে। যদিও নমিনেশন নয়! তবে অতিথি হিসাবে এবছর ডলবি থিয়েটারের দর্শকাসনে বসে থাকতে দেখা যেতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়কে।
ঠিক হয়ে গিয়েছে ২০১৯ সালের অতিথি তালিকা। এবছর সদস্যপদের জন্য বাড়তি ৯২৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে ৫৯ দেশের মধ্যে ভারতীয় বিনোদুনিয়ার ২০ জনের নাম রয়েছে। সেই তালিকায় নাম উঠেছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা ও অভিনেত্রীর। আসলে প্রতিবারই অস্কারের সদস্যপদের সংখ্যা বাড়ানো হয়। তবে এবারে রেকর্ড হারে সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে চিঠি এসে পৌঁচ্ছে নায়ক-নায়িকার বাড়িতে। এই আমন্ত্রণ সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় গ্রহণ করলে এবারের অস্কারের মঞ্চে বাঙালি দর্শকদের জন্য অবশ্যই বাড়তি রসদ থাকবে।