বিশ্বকাপে মারাদোনার আয় দিনে ১০ হাজার পাউন্ড!

হাসছেন, কাঁদছেন, চেয়ার ছেড়ে লাফিয়ে উঠছেন, হতাশায় মুখ ঢাকছেন, আবার বিতর্কিত অঙ্গভঙ্গি করে ফুটবলমহলের বিরাগভাজন হচ্ছেন৷ আবেগ ও বিতর্ক বরাবর একসাথে নিয়ে চলা দিয়েগো মারাদোনা এবার রাশিয়া বিশ্বকাপ মাতাচ্ছেন শুরু থেকেই৷ ফুটবল প্রেমীদের কাছে মারাদোনার এমন আবেগঘন ছবি চাক্ষুশ করার মূল্য অপরিসীম৷ তবে রাশিয়ার কাটানো মারাদোনার প্রত্যেকটা দিন ফিফার কাছে আক্ষরিক অর্থেই দামি৷ কারণ, মারাদোনাকে দিনপিছু দশ হাজার পাউন্ড অ্যাপিয়ারেন্স ফি দিতে হচ্ছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাকে৷
শুধু আর্জেন্তিনার ম্যাচের দিনগুলিতেই নয়, বাকি সময়েও দিয়োগোর থাকা, খাওয়া, বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ানো, স্টোডিয়ামে পান-ভোজনের এলাহি বন্দোবস্ত, সব কিছুর খরচও বহন করতে হচ্ছে ফিফাকে৷ এই সব খরচই মারাদোনার দৈনিক বরাদ্দের বাইরে৷

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে