মার্কিন অভিবাসন নীতির পরিবর্তন চান ডেমোক্র্যাটরা

অভিবাসনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অভিবাসন প্রয়োগকারী সংস্থার প্রধানের পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করছেন অনেকে। আগামী ২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে মার্কিন নির্বাচনে অভিবাসন নীতি পরিবর্তন করতে চান ডেমোক্র্যাটরা। হোয়াইট হাউসে এ বিষয়ে আলোচনা করার জন্য বেশ কয়েকজন এই সপ্তাহে প্রস্তাব পেশ করেছেন। মার্কিন আইনজীবী ও রাজনীতিবিদ সেন. কার্স্টটেন গিলিবার্ট বলেন, আইসিই নামে পরিচিত ইমিগ্রেশন এবং কাস্টমস প্রয়োগকারী সংস্থা ‘একটি নির্বাসন বাহিনীতে’ পরিণত হয়েছে। তিনি এর পরিত্রাণ চান। একই অভিমত প্রকাশ করেন ক্যালিফোর্নিয়ার আইনজীবী, মার্কিন জুনিয়র সিনেটর ও রাজনীতিবিদ সেন. কমলা হ্যারিস। এদিকে ২০১৬ সালে ডেমোক্র্যাট মনোনয়নের জন্য আবেদনকারী বার্নি স্যান্ডার্স পুরনো অভিবাসন নীতি ফিরিয়ে আনতে চান।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে