নেইমার ম্যাজিকে কোয়ার্টার ফাইনালের ব্রাজিল

প্রথমার্ধে গোলশূন্য স্কোর থাকলেও বিরতির পরই গোলের দেখা পেলো ব্রাজিল। ৫১ মিনিটে লক্ষ্যভেদ করেছেন দলকে এগিয়ে দেন নেইমার। তারপর দ্বিতীয় গোলেও অবদান রাথেন এই ফুটবলার। মেসি-রোনাল্ডো পারেনি, পেরেছে নেইমার। ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল।

খেলার শুরুতেই তৃতীয় মিনিটে বামপাশ দিয়ে গুয়ারদাদোর উঁচু করে তোলা বল রুখে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি বলে শট নেন হেরেরা, তবে ব্রাজিল তারকা মিরান্ডার পায়ে বল লাগলে কোনো অঘটন হয়নি ব্রাজিলের জন্য।

universel cardiac hospital

পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া নেইমারের জোরালো শট রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ১৫তম মিনিটের মাথায় লোজানোর প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশা বাড়ে মেক্সিকানদের। ১৭ মিনিটে আবারো লোজানোর জোরালো শট, এবার বল ক্লিয়ার করেন উইলিয়ান।

২২ মিনিটের মাথায় ফাঁকায় দাঁড়ানো গালার্দোর জোরালো শট নিলেও ব্রাজিল ডিফেন্সে বাধা পায়। ২৫ মিনিটে নেইমারের দারুণ ড্রিবলিং গোলের সুযোগ করে দিয়েছিল। এবারো প্রস্তুত ছিলেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। দারুণ এক সেভ করেন তিনি। পরের মিনিটে গোলবারের ঠিক সামন থেকে জেসুস শট নেন, বল বাধা পায় মেক্সিকান ডিফেন্সে। ফিরতি বলে কুতিনহো শট নিলেও বল চলে যায় গোলপোস্টের উপর দিয়ে।

৩০ মিনিটে কার্লোসের শট ব্রাজিলের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৩৩ মিনিটে জেসুসের শট রুখে দেন ওচোয়া। পরের মিনিটে কুতিনহোর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মেক্সিকান ডিফেন্ডাররা।

প্রথমার্ধে লক্ষ্যে তিনটি শট নিয়েও ওচোয়া বীরত্বে গোলের দেখা পায়নি ব্রাজিল। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোন গোল ছাড়াই বিরতিতে যেতে হয় উভয় দলকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে