মুক্তির আগেই আলোচনায় ছিল সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি বক্স অফিসে ঝড় তুলে। ইতিমধ্যে ছবিটি শত কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এতেই দর্শকের বিপুল আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।
ভারতে চার হাজার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় গত ২৯ জুন। মুক্তির প্রথম দুইদিনে ছবিটির আয় ছিল ৭০ কোটি রুপির বেশি। তৃতীয় দিনে শত কোটির মাইলফলক পেরিয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
সঞ্জয় দত্তের বর্ণিল জীবনকে অবলম্বন করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। সঞ্জয়ের জেল জীবন থেকে শুরু করে প্রেমকাহিনী সবই রয়েছে ছবিতে। আবার কিছু বিষয় বাদও গেছে। যেমন মাধুরীর সঙ্গে প্রেমের বিষয়টি ছবিতে আনা হয়নি। মাধুরীর অনুরোধ রাখতেই নাকি পরিচালক হিরানি এই বিষয়টি এড়িয়ে গেছেন।
ছবিটিতে রণবীর কাপুর ছাড়াও সোনম কাপুর, আনুশকা শর্মা ও বোমান ইরানি অভিনয় করেছেন। সঞ্জুর বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও মণীষা কৈরালা।