ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুনের ইন্তেকাল

Outভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন (৮৫) আর নেই। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
হালিমা খাতুন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও রক্তদূষণের মত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় মন্ত্রী বলেন, তিনি ছিলেন বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। বিশেষ করে ভাষা আন্দোলনে নারীদের সংগঠিত ও উদ্বুদ্ধ করতে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
তিনি বলেন, যতদিন এ জনপদে বাংলা ভাষা টিকে থাকবে, ততদিন ভাষাসৈনিক হালিমা খাতুনের অবদান বাঙালি জাতি স্মরণে রাখবে।
মন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে