ইংল্যান্ডের গল্পটা বদলে দিলেন হ্যারি কেন ব্রিগেড

নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপের প্রতি ম্যাচে গোল করতে সক্ষম তিনি৷ কথা রাখলেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেন৷ গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর লড়াই পর্যন্ত চারটি ম্যাচের তিনটিতেই গোল পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক৷ মঙ্গলবার নক-আউটে কলম্বিয়ার বিরুদ্ধে ব্রিটিশদের হয়ে একমাত্র গোলটি করার ফলে মেসি এবং নেইমার-কে ছুঁয়ে ফেললেন কেন৷ ব্রিটিশ ফরোয়ার্ড হিসেবে বিশ্বকাপের একটি টুর্নামেন্টে ৬টি গোল করার রেকর্ড করলেন তিনি৷ আগেই রেকর্ড ছুঁয়েছেন নেইমার এবং মেসি৷

‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে ২-০ জেতে ইংল্যান্ড৷ ব্রিটিশদের পক্ষে দু’টি গোলই করেন কেন৷ গ্রুপ পর্বে পরের ম্যাচে পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ব্রিটিশ ফরোয়ার্ড৷ গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ হারে ইংল্যান্ড৷ মঙ্গলবারের প্রি কোয়ার্টারের লড়াইয়ে কলম্বিয়াকে টাইব্রেকারে হারায় ইংল্যান্ড ( ইংল্যান্ড-৪, কলম্বিয়া-৩)৷ তবে এই ম্যাচটিতেও ৫৭ মিনিটে দলকে প্রয়োজনীয় গোল এনে দেন কেন৷ পরে অতিরিক্ত সময়ে দলের সমতা ফেরান কলম্বিয়ান ফুটবলার মিনা৷ যার ফলে শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমেই ম্যাচটি শেষ হয়৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে ৪ ম্যাচে ছটি গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক৷ স্বাভাবিকভাবেই পুতিনের দেশে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটাই এগিয়ে কেন৷

universel cardiac hospital

এবার যেন ইংল্যান্ড থেকেই প্রস্তুতি নিয়ে রাশিয়াতে পা রেখেছেন কেনরা৷ অন্য বড় দলগুলি যেখানে বিশ্বকাপের সফর থেকে বেরিয়ে গেছে কিংবা এগিয়ে গেছে অঘটনের মাধ্যমে৷ সেখানে গ্রুপ পর্যায় থেকেই ধারাবাহিক ইংল্যান্ড৷ প্রতিটা ম্যাচে নিজেদের উজাড় করে দিচ্ছেন হ্যারি কেন, রহিম স্টারলিং ,অ্যাশেল ইয়ং-রা৷ প্রি-কোয়ার্টারে কলম্বিয়ার বিরুদ্ধে একই রকম ধারাবাহিকতা দেখালেন ব্রিটিশ ফুটবলাররা৷ এর আগে বিশ্বকাপ মঞ্চে তিনবার টাইব্রেকারের মুখে পড়েছিল ইংল্যান্ড৷ প্রতিবারই তাদের খালি হাতে ফিরতে হয়েছিল৷ কিন্তু এবার গল্পটা বদলে দিলেন হ্যারি কেন ব্রিগেড৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে