খারাপ আবহাওয়ায় পাঁচ অমরনাথযাত্রীর মৃত্যু

পবিত্র অমরনাথ যাত্রা চলছে৷ এরইমধ্যে বালতাল যাওয়ার পথে ব্রারিমার্গে বিরাট ধস নামে৷ মৃত্যু হয়েছে পাঁচজনের৷ আহত তিনজন৷ আহতদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

মঙ্গলবার সন্ধ্যে ছ’টা নাগাদ আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে পড়ে৷ শুরু হয় প্রবল বৃষ্টি৷ তার জেরেই বালতালের চারটি জায়গায় ধস নামে৷ এরমধ্যে তিনটি ধস বালতাল ক্যাম্প এলাকাতেই হয়৷ কিন্তু সেখানে হতাহতের কোনও খবর মেলেনি৷

universel cardiac hospital

তবে অমরনাথযাত্রীদের পায়ে হেঁটে যাওয়ার পথ রেল পথরিতে একটি ভয়াবহ ধস নামে৷ উপর থেকে মাটি ও পাথর ধসে পড়তে শুরু করে হঠাৎই৷ সেই মাটির নিচেই চাপা পড়ে যান বহু অমরনাথযাত্রী৷ সেনা ও এনডিআরএফ-এর যৌথ অভিযানে মাটি চাপা পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়৷

কিন্তু সংবাদসংস্থা এএনআইয়ের খবর, পাঁচজনকে বাঁচানো সম্ভব হয়নি৷ এরমধ্যে দু’জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই৷ বাকি তিনজন প্রাথমিক চিকিৎসার সুযোগটুকু দিয়েছিলেন৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে তাঁদেরও মৃত্যু হয়৷ আরও তিনজনের চিকিৎসা চলছে৷

এছাড়াও তিনটি পৃথক ঘটনায় এদিন আরও তিন অমরনাথযাত্রী মৃত্যুর ঘটনা ঘটে৷ খারাপ আবহাওয়ার জন্য গত শনিবার অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল৷ তিনদিন পর মঙ্গলবারই আবহাওয়ার বদল হওয়ায় ফের যাত্রা শুরু হয়৷ কিন্তু বিকেলের পর হঠাৎই ভয়ঙ্কর হয়ে ওঠে প্রকৃতি৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে