তৃণমূলে নারীদের আরও সক্রিয় করতে কাজ করছে যুব মহিলা লীগ: অপু উকিল

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কাজ প্রচারে কাজ চলছে বলে জানিয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। তিনি বলেন, ‘নারীদের জন্য বর্তমান সরকারের অবদান প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূলে নারীদের আরও সক্রিয়-সচেতন করার কাজ করছে যুব মহিলা লীগ।’ শুক্রবার (৬ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মত ও পথকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অপু উকিল বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যুব মহিলা লীগের ৩৫টি টিম সারা দেশে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বিশেষ করে নারীদের মাঝে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের হাত থেকে সবাইকে সতর্ক করার কাজ চলছে।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্র প্রতিরোধ করে নির্বাচন পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে যুব মহিলা লীগ। প্রত্যেকটি প্রক্রিয়া আমরা কেন্দ্র থেকে মনিটরিং করছি। পাশাপাশি তৃণমূলে কাজ করা প্রত্যেকটি টিম তাদের রিপোর্ট আমাদের কাছে পেশ করবে।’

universel cardiac hospital

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে আসছে এই সংগঠন। আমি প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক। ২০১৭ সালের মার্চ মাসের সর্বশেষ সম্মেলনের পর কেন্দ্রীয়, মহানগর ও সব জেলা কমিটি করে দেওয়ার মাধ্যমে সুসংগঠিতভাবে কাজ করছি। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই জনগণের ভোটের মাধ্যমে আমরা জয়ী হবো।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে