ভারতে লুকিয়ে থাকা জঙ্গিদের হাতে অপহৃত পুলিশ কনস্টেবল

মত ও পথ ডেস্ক

ভারতের সোপিয়ানে বৃহস্পতিবার বিকেলে জাভেদ আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলকে অপরহরণ করেছে জঙ্গীরা। ওই কনস্টেবল নিজের ডিউটিতেই ছিলেন।কিছুক্ষণের জন্য পুলিশ স্টেশন থেকে বেরোতেই তাঁকে তুলে নিয়ে যায় জঙ্গিরা৷

universel cardiac hospital

সাংবাদিক সুজাত বুখারি ও সেনা জওয়ান ওরঙ্গজেবের খুন এখনও টাটকা৷ জওয়ান ঔরঙ্গজেবকেও এভাবেই অপহরণ করে নৃশংস ভাবে হত্যা করে জঙ্গিরা৷ ওরঙ্গজেবের পর কনস্টেবল জাভেদের অপহরণ নিয়ে বাড়ছে জট৷

কলকাতা টুয়েন্টি ফোর ডটকমের বরাতে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওষুধের দোকানে গিয়েছিলেন জাভেদ৷ যাওয়ার পথেই তাঁকে অপহরণ করে জঙ্গিরা৷ পুলিশ জানাচ্ছে মোট ৪ জঙ্গি জাভেদেকে অপহরণ করে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছ পুলিশ ও সেনা৷ শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷

সেনা ও কাশ্মীর পুলিশের দাবি, জঙ্গি অনুপ্রবেশ রুখতে সেনারা তৎপর হলেও, ইতিমধ্যেই উপত্যকায় অনেক জঙ্গি লুকিয়ে৷ বিশেষ করে লস্কর ও হিজবুল জঙ্গিদের সংখ্যা বেশি৷ জঙ্গিরা যে কোনও জায়গায় যখন তখন হামলা চালাতে পারে বলেও জানাচ্ছে সেনা৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে