রাশিয়া বিশ্বকাপের অন্যতম ‘উত্তেজনাপূর্ণ’ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে ২-০ তে এগিয়ে বেলজিয়াম। দলটাকে বলা হচ্ছে সোনালী প্রজন্মের বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে সেই সোনালী আভাতেই ছড়িয়েছে কাজান। স্ট্রাইকার কেভিনের দুর্দন্ত শটে ৩১ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২-০ তে এগিয়ে যায় বেলজিয়াম। শুরুর ১৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছয়ে পড়ে ব্রাজিল।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে নাগরিক, মাছরাঙা, সনি টেন ২ ও টেন ৩ চ্যানেল।
ব্রাজিল হটফেভারিট হয়ে রাশিয়ায় পা রেখেছিল, আর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বেলজিয়াম ইতিমধ্যে ফেভারিটের মর্যাদা আদায় করে নিয়েছে।
বেলজিয়াম এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল। চার ম্যাচে করেছে ১২ গোল। অপরদিকে ব্রজিলের গোল সংখ্যা ৭।
