অবসান হতে চলেছে ১৫ দিনের উৎকণ্ঠার। থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলারকে একে একে বাইরে নিয়ে আসতে শুরু করেছেন উদ্ধারকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জনকে ইতিমধ্যেই গুহা থেকে বের করা সম্ভব হয়েছে। এখনও ভিতরে আটকে রয়েছে ৮ ফুটবলারও তাদের কোচ। উদ্ধারকারী দলের এক সদস্যকে উদ্ধৃত করে রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে।
উদ্ধারের পরই তাঁদের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফুটবলাররা সুস্থই আছে। তাদের চিকিৎসা চলছে।
প্রায় ১৫ দিন আগে গুহার মধ্যে আটকে পড়েছিলেন। তার দু’দিন পর তাদের সন্ধান মেলার পর থেকেই উদ্ধারের চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত রবিবার আন্তর্জাতিক ডুবুরিদের ১৩ জনের একটি দল এবং নেভির পাঁচ বিশেষজ্ঞ দল ভিতরে ঢোকে। তাঁরাই ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে আসছেন আটকে পড়া ফুটবলারদের।