স্বাগতিক রাশিয়ার বিশ্বকাপ মিশন শেষ

ক্রীড়া প্রতিবেদক

রাশিয়া শেষ সেমিফাইনালে উঠেছিল ১৯৬৬ সালে৷ ২০১৮ সালে ঘরের মাটিতেও সেই রেকর্ডকে ছুঁতে পারল না পুতিনের দেশ৷ টানটান উত্তেজনার ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হার স্বীকার করল পুতিনের দেশ৷

ইতিহাস ছোঁয়া কিংবা ইতিহাসের পুনরাবৃত্তি। রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়োশিয়া। ২০ বছর পর দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপের সেমিফাইনালে উঠল দলটি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রাশিয়াকে টাইব্রেকারে(৪-৩) হারাল ক্রোয়েশিয়া।

universel cardiac hospital

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুটি দলই। যদিও প্রথমার্ধে বল পজিশন এবং শট নেওয়ার ক্ষেত্রে এগিয়েছিল ক্রোয়েশিয়া। দু’পক্ষ থেকেই মুহুর্মুহু আক্রমণ আছড়ে পড়ছিল৷ তবে প্রথমার্ধে গোল আসেতে সময় লাগে। বেশ কয়েকবারই ক্রোয়েশিয়ার ফুটবলাররা গোলের সুযোগ তৈরি করেও তেকাঠিতে বল রাখতে পারেননি। প্রথম গোলমুখ খোলেন রাশিয়ার ফুটবলাররাই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে