টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

স্বাগতিক রাশিয়ার বনাম ক্রোয়েশিয়ার সেমিফাইনালে উঠার লড়াইয়ের মীমাংসা হয় টাইব্রেকারে। সোচির ফিশ্ট স্টেডিয়ামে  ম্যাচের প্রথমার্ধে যে কেউ কারো চেয়ে কম যায়নি! খেলার ৩১ মিনিটে প্রথমে গোল করে স্বাগতিকরা এগিয়ে গেলেও ৩৯ মিনিটেই সমতায় ফেরেন ক্রোয়োশিয়া। ফলে ১-১ সমতা নিয়েই দু’দল শেষে করে প্রথমার্ধ। নির্ধারিত সময়ের খেলায় ছিল ১-১ সমতা। অতিরিক্ত সময় শেষে স্কোর ২-২।

কিন্তু শেষ রক্ষা হয়নি। ভাগ্য পরীক্ষায় গড়ানো রোমাঞ্চকর ম্যাচটি জিতে ১৯৯৮ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। টাইব্রেকার ক্রোয়েশিয়া জিতে ৪-৩ গোলে।

ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় রাউন্ডে স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল স্বাগতিক রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টারে রাশানরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে