মানবসেবা একটি মহৎ গুণ- স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মানবসেবা একটি মহৎ গুণ। সরকারের পাশাপাশি অনেক বিত্তবান ব্যক্তি আর্তমানবতার সেবায় কাজ করছেন। অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বৌদ্ধ সম্প্রদায়কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

আজ জাতীয় সংসদে তাঁর কার্যালয়ে ওয়ার্ল্ড বুদ্ধিষ্ট মিশন-জাপান চ্যাপ্টারের নবনির্বাচিত  অনারারি চেয়ারম্যান লায়ন রিংকু কুমার বড়ুয়ার নেতৃত্বে ১৪ (চৌদ্দ) সদস্য বিশিষ্ট  এক প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।

universel cardiac hospital

প্রতিনিধিদলের চেয়ারম্যান বলেন, ওয়ার্ল্ড বুদ্ধিষ্ট মিশন বিশ্বের ৩৫টি দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এ মিশন  বাংলাদেশেও এর কার্যক্রম বাস্তবায়ন করতে চায়। এ সময় তাঁরা কার্যক্রম বাস্তবায়নে স্পীকারের সহযোগিতা কামনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে