ডেস্ক রিপোর্ট
থাইল্যান্ডের ফুকেট উপকূলে বৃহস্পতিবারের নৌ ডুবির ঘটনায় ৪২ জন মারা গেছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। দেশটির ফুকেট গভর্নর নোরাফাত প্লথং সোমবার (৯ জুলাই) এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিনিক্স নামের ডুবে যাওয়া ওই থাই নৌযানে মোট ৮৯ জন যাত্রী ছিল। এর মধ্যে ৮৭ জনই চীনের নাগরিক। দেশটির সঙ্গে যৌথভাবে যাচাইয়ের পর তিনি একথা জানান।
এর আগে থাই কর্তৃপক্ষ ওই নৌযানে ৯৩ যাত্রী ও ১১ ক্রু সদস্যসহ ১০৫ আরোহী থাকার কথা জানিয়েছিল। সূত্র: বাসস