মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আমস্টেলভিনে শুক্রবার পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে আটকে রেখে বাংলাদেশ জিতেছে ৩১ বল বাকি রেখে।
জয়টা প্রত্যাশিতই ছিল। দেখার ছিল কতটা দাপুটে হয় সেই জয়। হতাশ করেনি বাংলাদেশের মেয়েরা। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে শুরু করেছে বিশ্বকাপ বাছাইপর্ব। টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।
সংক্ষিপ্ত স্কোর:
পাপুয়া নিউ গিনি: ২০ ওভারে ৮৪/৬ (ফ্র্যাঙ্ক ২৭, রুমা ২৩*, জন ১৫; জাহানারা ৪-১-১৫-১, সালমা ৪-০-১২-১, নাহিদা ৩-০-১৭-০, পান্না ৪-০-১৫-২, ফাহিমা ৩-০-১০-১, রুমানা ২-০-১২-১)।
বাংলাদেশ: ১৪.৫ ওভারে ৮৬/২ (শামিমা ৩৫, আয়েশা ১৫, ফারজানা ১৭*, নিগার ১১*)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: শামিমা সুলতানা