ঢাবি উপাচার্যের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

বিশ্ব ব্যাংকের এডুকেশন গ্লোবাল প্র্যাকটিস-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ভেনকাতেশ সুনডারারামানের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার বাসভবন কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বিশিষ্ট শিক্ষা বিশেষজ্ঞ কোয়েন গেভেন, ঢাকাস্থ এডুকেশন গ্লোবাল প্র্যাকটিস-এর সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেসুর রহমান এবং কনসালটেন্ট এম আসাহাবুর রহমান।
বৃহস্পতিবার রাতে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত নারী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়। বিশ্ব ব্যাংক প্রতিনিধিরা এ বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

universel cardiac hospital

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে