পাকিস্তানে নির্বাচনী র‌্যালিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের কোয়েটায় বালুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি)-র নির্বাচনী র‌্যালিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্ততপক্ষে ৮৫ জনের। আহত শতাধিক। বালুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফৈজ কাকরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কাকর।

শুক্রবার বালুচিস্তানের রাজধানী কোয়েটায় ওই নির্বাচনী র‌্যালিতে প্রায় হাজারখানেক মানুষ জড়ো হয়েছিলেন। ওই র‌্যালিতেই পর পর দুটো জোরাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে নিহত হন বিএপি নেতা সিরাজ রাইসানি।  বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে