প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডেল থেকে নেয়া

দু’দেশের সম্পর্ক আরো গভীর করতে এবার ঢাকা সফরে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ তিনদিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছলেন তিনি৷ বাংলাদেশ বিমানবন্দরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজনাথ সিং-কে স্বাগত জানায়।

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী৷ গণভবনে এই সাক্ষাৎ হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডেল থেকে জানা গিয়েছে৷ এছাড়াও এই সফরে বেশ কিছু বৈঠক করার পরিকল্পনা রয়েছে রাজনাথ সিংয়ের৷ বৈঠকগুলিতে মূলত আলোচনা হবে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ চলাচল, দুই দেশের জালনোট পাচার, অস্ত্রসস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধ নিয়ে৷ যাতে এই অবৈধ কাজকর্ম রোখার ব্যবস্থা আরও শক্তিশালী করা যায় সে নিয়েই আলোচনা হতে পারে। প্রসঙ্গত, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০১৬ সালের জুলাই মাসে নয়া দিল্লিতে।

universel cardiac hospital

এদিকে ঢাকা সফরের আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং একটি টুইট করেন৷ সেখানে তিনি বলেন, ‘‘ভারত ও বাংলাদেশ জমি এবং সামুদ্রিক সীমানাগুলি শান্তি বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে৷ বন্ধুত্ব এবং বিশ্বাসের ভিত্তিতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চলছে৷’’

পরে আরও একটি টুইটে তিনি বলেন, ‘‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও গণতন্ত্রের ভাগীদার মূল্যবোধের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতও যথেষ্ট গুরুত্ব দেয়৷’’

রবিবার বেশ কয়েকটি প্রস্তাবিত কর্মসূচি শেষে দুপুরে রাজশাহী বিমানবন্দর থেকে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে