বর্তমান সরকার সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে : মোকতাদির চৌধুরী এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার রয়েছে আবহমানকালের সংস্কৃতিকর ঐতিহ্য। বিশ্ব বিশ্রুত সুর স্রমাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বে আলো ছড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে শিল্প- সংস্কৃতির উর্বর ভূমি। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কৃতির বিকাশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গুনীজন সংবর্ধনা ২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশি’র সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্ধসঢ়;, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ বছর যারা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননায় ভূষিত হয়েছে তারা হলেন, কন্ঠসঙ্গীতে সরকার লুৎফুর রহমান, যাত্রা সঙ্গীতে মোঃ সিরাজুল ইসলাম, নাট্যকলায় শরিফ খান, যন্ত্রসঙ্গীতে অবিনাশ সরকার, লোকসংস্কৃতিতে মোঃ খেলু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজিব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে