ওয়েস্ট ইন্ডিজে মাশরাফি

ক্রীড়া ডেস্ক

 অ্যান্টিগা ও জ্যামাইকা টেস্টে লজ্জাজনকভাবে হারের পর প্রিয় ফরম্যাট ওয়ানডে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। নতুন কোচ স্টিভ রোডসও শিষ্যদের থেকে ভালো ফলাফলের আশায় মুখিয়ে আছেন। এমন  সময় অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজার স্ত্রী সুমনা হক সুমি অসুস্থ থাকায় শঙ্কায় পড়েছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের ওয়েস্ট ইন্ডিজ সফর । তবে সুমনা হকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মাশরাফি। সোমবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়নে মাশরাফি।

বিসিবির সূত্র জানিয়েছে, মাশরাফিও অন্য সব ক্রিকেটারদের মতো প্রথমে নিউইয়র্ক যাবেন। সেখান থেকে জ্যামাইকায় দলের সঙ্গে যোগ দেবেন। এদিকে সফররত বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া আরও ৬ ক্রিকেটার জ্যামাইকায় দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন।

universel cardiac hospital

আগামী ২২ জুলাই শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের অপর দুটি ওয়ানডে ২৬ ও ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে