নেদারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

ডেস্ক রিপোর্ট

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নেদারল্যান্ডে রোম স্ট্যাটিউট অব দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন।
তিনি নেদারল্যান্ডের হেগে অবস্থানকালে ১৭ জুলাই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের আয়োজনে ‘এনডিউরিং ভেল্যু অব দ্য রোম স্ট্যাটিউট টু হিউম্যানিটি’ শীর্ষক সিম্পোজিয়ামে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এর আগে ১৬ জুলাই স্পিকারের সাথে আন্তর্জাতিক অপরাধ আদালতের ভিকটিম ট্রাস্ট ফান্ডের বোর্ড চেয়ার মোটো নগুচি বৈঠক করেন।
এছাড়া তিনি নেদারল্যান্ডের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান লেইডেন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।
স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে