ইসরাইল ও ফিলিস্তিনের প্রতি ভয়াবহ সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘ প্রধানের

ডেস্ক রিপোর্ট

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইসরাইল ও ফিলিস্তিনের প্রতি ভয়াবহ সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার উভয়পক্ষের সংঘাতে পাঁচজনের প্রাণহানির পর তিনি এ আহ্বান জানান।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, গাজা ও ইসরাইলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সংঘাত বেড়ে যাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ সংঘাত থেকে পিছুহটা উভয়পক্ষের জন্যেই জরুরি।
হামাস ও ইসরাইলের মধ্যে ২০১৪ সালের পর সম্প্রতি সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে। শুক্রবারের সংঘাতে চার ফিলিস্তিনী ও এক ইসরাইলী সৈন্য নিহত হয়েছে।
তিনি গাজায় মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্যে সকল পক্ষকে জাতিসংঘের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেন।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে