শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, যানজট

ডেস্ক রিপোর্ট

প্রবল স্রোতের কারণে উত্তাল পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রোববার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চললেও স্রোতের চাপ বেড়ে যাওয়ায় ঠিকমত ফেরিগুলো চলতে পারছে না। গত দু’দিন এই রুটে ৯ টি ফেরি চলাচল করে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানযট। লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ছোট বড় যানবাহন মিলিয়ে আটকা পড়েছে ৬ শতাধিক যান।
বিআইডব্লিউটিসি মাওয়ার এজিএম খন্দকার খালিদ জানান, স্রোত ও বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে এই চলাচলকারীরা প্রায়ই দুর্ভোগে পোহাচ্ছে। এতে তো চাপ বেশী, তার উপর বেশী স্রোত থাকলে লঞ্চ ও সী-বোট চলাচল বন্ধ থাকে। তখন যাত্রীরা ফেরির দিকে ছোটে। এতেও কিছুটা সমস্যা হয়।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরমান হোসেন জানান, লঞ্চ ও স্পীডবোট সাবধানে চলাচল করছে, নদীতে প্রচ- ঢেউ,  স্রোত ও বাতাসের চাপ বেশি। ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে