ইনার মঙ্গোলিয়ায় বন্যায় ১২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ইনার মঙ্গোলিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ১২ জন মারা গেছে। এছাড়া তিন জন নিখোঁজ রয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানায়। খবর সিনহুয়ার।
আঞ্চলিক আবহাওয়া অফিস ঝড় ও বৃষ্টির জন্যে রেড এর্লাট জারি করে বলেছে, বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গোলিয়াতে চলতি মাসে প্রবল বৃষ্টিপাত হয়। এর ফলে দেশটিতে বন্যার সৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার বাসিন্দা বন্যা কবলিত এবং ১ লাখ ৫৭ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩ শরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। নয় হাজার ৩০৭ জন বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে