ভোলা খেয়াঘাট সড়ক সংস্কার কাজ শেষ পর্যায়ে

ডেস্ক রিপোর্ট

জেলা সদরের খেয়াঘাট সড়কের সংস্কার কাজ শেষ পর্যায়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর বাস্তবায়নে সারে ৫ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের মার্চে গুরুত্বপূর্ণ সড়কটির পুন:নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে সড়কটির ৮০ ভাগ কাজ শেষ হয়ে আগামী সেপ্টম্বর’র মধ্যে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ৪ হাজার ৪০০ মিটার দৈর্ঘ্যরে সড়কটির উভয় পাশে পানি নিস্কাশনের জন্য এবারই প্রথম ১৬শ’ মিটার আধুনিক ড্রেন নির্মাণ করা হচ্ছে। শহরের প্রবেশদ্বারের প্রধান এ সড়কটিতে রিকশা, আটোরিকশা, মোটর সাইকেল, বাস, ট্রাক, টেম্পো, কাভার্ড ভ্যান মিলিয়ে দৈনিক ১ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। রাস্তাটির কাজ আধুনিক ও উন্নত হওয়ায় খুশি স্থানীয়রা।
জেলা এলজিইডি’র জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো: আব্দুস সালাম বাসস’কে বলেন, সড়কটির কার্পেটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। ড্রেনের কাজসহ অল্প কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে ড্রেনের কাজ হচ্ছে দেড় কোটি টাকার। সড়কটির শতভাগ গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে জানিয়ে আব্দুস সালাম বলেন, এখান দিয়ে ভোলা-বরিশাল, চিটাগংসহ বিভিন্ন স্থানের ভারি যানবাহন চলাচল করে। বিশেষ করে ঢাকাগামী লঞ্চের হাজার হাজার যাত্রী সড়কটি ব্যবহার করে। রাস্তাটির কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব ও যান চলাচল অনেক সহজ হবে বলে মনে করেন এলজিইডি’র এ কর্মকর্তা।
সদর উপজেলা এলজিডি’র উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর বাসস’কে জানান, খেয়াঘাট সড়কটি দিয়ে দৈনিক ২০০টি রিকশা, ৪০০টি অটোরিকশা, ২০০ মোটর সাইকেল, চিটাগং রুটের বাস ৫০টি, ট্রাক ১০০, কাভার্ড ভ্যান ১০০ ও ১৬ চাকার ১৫ থেকে ২০টি কার্গো চলাচল করে। ফলে স্থানীয়ভাবে সড়কটির গুরুত্ব অনেক বেশি। তাই গুরুত্ব বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই সড়কটির কাজ শেষ হবে বলে তিনি বলেন।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে