কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ওয়্যারউইক ইউনিভার্সিটির ল’ স্কুল থেকে সফলভাবে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করল এম সানজীব হোসেন।তার গবেষণার বিষয় ছিল আন্তর্জাতিক অপরাধ আইন।
সানজীবের জন্ম ১৯৮৫ সালের ১ এপ্রিল, জাপানের কিয়োটো শহরে। পৈত্রিক নিবাস নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে। পিতা ড: আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান সাবেক অধ্যাপক।
সানজীব ২০০৯ সালে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ২০১১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে থেকে ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের রিসার্চার হিসেবে কাজ করেছেন।
এছাড়া তিনি ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটিজি ফোরাম (আইসিএসএফ) ও একাত্তর বাংলাদেশ-এর সদস্য এবং কর্নেল তাহের সংসদ-এর গবেষণা সম্পাদক।