এম সানজীব হোসেনের পিএইচডি ডিগ্রি অর্জন

ডেস্ক রিপোর্ট

সমাবর্তন অনুষ্ঠানে এম সানজীব হোসেন।

কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ওয়্যারউইক ইউনিভার্সিটির ল’ স্কুল থেকে সফলভাবে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করল এম সানজীব হোসেন।তার গবেষণার বিষয় ছিল আন্তর্জাতিক অপরাধ আইন।

সানজীবের জন্ম ১৯৮৫ সালের ১ এপ্রিল, জাপানের কিয়োটো শহরে। পৈত্রিক নিবাস নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে। পিতা ড: আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান সাবেক অধ্যাপক।

universel cardiac hospital

সানজীব ২০০৯ সালে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ২০১১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে থেকে ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের রিসার্চার হিসেবে কাজ করেছেন।

এছাড়া তিনি ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটিজি ফোরাম (আইসিএসএফ) ও একাত্তর বাংলাদেশ-এর সদস্য এবং কর্নেল তাহের সংসদ-এর গবেষণা সম্পাদক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে