আগের রাতেও বলেছেন, শেষ পর্যন্ত ভোটে থাকবেন। কিন্তুসকালে ভোট দিয়েই দিয়েছিলেন বর্জনের ইঙ্গিত।জানিয়েছিলেন, কেন্দ্রের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।আর এর তিন ঘণ্টার মধ্যেই এল এই ঘোষণা।
সকাল আটকা থেকে ভোট শুরুর চার ঘণ্টার মধ্যেই বেলা১২টার দিকে সংবাদ সম্মেলন করে বরিশালে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার বললেন, তিনি আর ভোটেনেই। বর্জন করেছেন। এর কিছুক্ষণ আগে ভোট বর্জনেরঘোষণা দেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবাইদুর রহমানমাহবুব।
সকালে নগরীর ১২৩টি কেন্দ্রে ভোট শুরু হয়। আর পৌনেনয়টায় ভোট দিতে এসে সরোয়ার বলেন, ৫০টির মতো কেন্দ্রেতার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। তবে বেলা ১২টায় করাসংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী বলেন, ‘সকাল হতে৭০–৮০টি কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি। সেখানেসবাই মিলে নৌকা মার্কায় সিল পড়েছে।’
গত ১০ জুলাই ভোটের প্রচার শুরুর পর থেকেই পুলিশেরবিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন সরোয়ার। আরভোটের সকালেও তিনি বলেন, তাদের এজেন্টদের ঢুকতে নাদেয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে বেশি দায়ী পুলিশ। তবেআনুষ্ঠানিক কোনো অভিযোগ দেবেন না বলে সে সময়সাংবাদিকদের জানান সরোয়ার।