সদ্য সমাপ্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সেরা বোলার টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩ ম্যাচে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন তিনি। ২৯ ওভার বল করে ১৪৪ রান দিয়েছেন ম্যাশ। প্রথম ওয়ানডেতে ৩৭ রানে ৪, দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে ১ ও তৃতীয় ওয়ানডেতে ৬৩ রানে ২ উইকেট নেন মাশরাফি।
৫টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা বোলারদের তালিকায় শীর্ষ তিনটি স্থানই দখলে রেখেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ৩ ম্যাচে ২৬.৩ ওভার বল করে দিয়েছেন ১৪২ রান। আর রুবেল হোসেন ২৪ ওভার বল করে দেন ১৪৭ রান। এইদিক থেকে মাশরাফি সেরাদের মাঝে কম খরচে বোলারও।
৪ উইকেট নিয়ে চতুর্থ ও পঞ্চমস্থানে ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি লেগ স্পিনার দেব্রেন্দ বিশু ও অধিনায়ক জেসন হোল্ডার।