কানাডা শান্তিরক্ষা মিশন শুরু করেছে মালিতে

ডেস্ক রিপোর্ট

কানাডার সশস্ত্র বাহিনী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে আবারো তাদের শান্তিরক্ষা মিশন শুরু করেছে। সৈন্য মোতায়েনের মাধ্যমে এক দশক পর দেশটি শান্তিরক্ষী বাহিনীতে ফিরে এলো।
বুধবার থেকে মালির উত্তরাঞ্চলে ছয়টি হেলিকপ্টারসহ ২৫০ সৈন্যের দলটি কাজ শুরু করবে। বর্তমানে সেখানে মোতায়েন জার্মান সৈন্যরা কানাডার এই দলটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কানাডিয়ান কমান্ডার কর্নেল ক্রিস ম্যাককেনা গাওয়ে অবস্থিত জাতিসংঘের সেনা ঘাঁটিতে এক অনুষ্ঠানে বলেন, ‘কানাডার পক্ষ থেকে জাতিসংঘের সৈন্য হিসেবে কাজ করার জন্য নীল টুপি পড়ে আমার দল ও আমি অত্যন্ত গর্বিত।’
কানাডার এই সৈন্যরা এখানে এক বছরের মিশনে আছে। ১ জুলাই থেকে ক্যাস্টোর ক্যাম্পে এরা মোতায়েন রয়েছে। এই ক্যাম্পে জার্মান ও ডাচ সৈন্যরাও মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে