বিদ্যালয়ে প্রবেশে বাঁধা দেয়ার অভিযোগে প্রধান শিক্ষকের মামলা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দার সৌলজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইমাম হাসানকে বিদ্যালয়ে প্রবেশে বাঁধা দেয়ার অভিযোগে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ইমাম হাসান নিজেই বাদি হয়ে নেত্রকোনা জজ আদালতে এ মামলা করেন।

universel cardiac hospital

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১ আগষ্ট ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ইমাম হাসান। কিন্তু বিগত প্রায় এক বছর ধরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু কখনো জোর পূর্বক আবার কখনো কৌশলে ইমাম হাসানকে বিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেন না। এসব বিষয়ে লিখিত ভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা সচিবসহ বিভিন্ন জনকে জানানোর পরও তারা কোন ব্যাবস্থা নেননি। তাই তারাসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা দেয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল হক জানান, ইমাম হাসানের নিয়োগ পত্রটি ভূয়া। তাই তাকে বিদ্যালয়ে প্রবেশে বাধাঁ দেয়াটিই স্বাভাবিক। কলমাকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এ মামলার বিষয়ে কোন কাগজ আমাদের হাতে আসেনি। তাই এ নিয়ে আপাতত কিছু বলা যাবে না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে